স্ট্যাটাস

হ্যাপি নিউ ইয়ার নিয়ে কিছু কথা

নতুন স্বপ্নে বুক বাধি নতুন পদক্ষেপে সাফল্য নিয়ে আসি। পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগতম জানাই। পুরাতন সকল গ্লানি কে ভুলে গিয়ে নতুন স্বপ্নে নতুন আশা নতুন প্রত্যয়ের সব সামনের পথ চলা সুগম হোক এই প্রত্যাশায় নতুন বছরকে স্বাগতম জানাই। আজকের এই অনুচ্ছেদে হ্যাপি নিউ ইয়ার নিয়ে কিছু কথা শেয়ার করা হয়েছে আপনাদের সাথে।

প্রত্যেক বছরই একটি একটি করে দিনগুলোর শেষ হয়ে নতুন আরেকটি বছরে আগমন ঘটে। নতুন এই বছরকে আলিঙ্গন করে আমরা নতুন স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে নতুন বছরের কে স্বাগতম জানাই। নতুন নতুন সকল পদক্ষেপ নিয়ে সামনের দিনগুলো যাতে সুখে-শান্তিতে কাটাতে পারি এজন্য নানা ধরনের পরিকল্পনা করি। তাই বছরের প্রথম দিনটি আমরা নানা উৎসব ও আনন্দমুখর পরিবেশের মধ্যে দিয়ে উদযাপন করি। ভুলে যাই সকল দুঃখ জোড়া নতুন কে পেয়ে নতুন ভাবে বাঁচতে শিখি। এই দিনে সকলকে শ্রদ্ধা জানিয়ে আমরা নতুন বছরের শুভেচ্ছা জানাই। আমরা আমাদের মা বাবা ভাইজন আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের সাথে নতুন বছর নতুন ভাবে পথ চলা নিয়ে এই দিনটিতে নানা উৎসব আয়োজনের মধ্যে দিয়ে উদযাপন করি। কোথাও কোথাও গান বাজনা সারাদিনব্যাপী নানা অনুষ্ঠান এবং নানা ইভেন্টের মধ্যে দিয়ে এই দিনটি উদযাপন করা হয়।

রোমান দেবতা জেনাস কে স্মরণ করার জন্য জর্জিয়ান নামে ক্যালেন্ডার প্রবর্তন করা হয়। এই ক্যালেন্ডারে প্রথম দিনকে জানুয়ারি মাসের প্রথম দিন হ্যাপি নিউ ইয়ার পালন করা হয়। বছরের প্রথম দিন থেকে শুরু করে সম্পূর্ণ বছর যেন সুখে শান্তিতে কাটে এই কামনায় আমরা নতুন বছরকে স্বাগতম জানাই। নতুন বছরের নতুন সকল পদক্ষেপ নিয়ে নতুন ভাবে সাজিয়ে আমরা আগামীর পথচলা গুলো সুখে শান্তিতে স্বাচ্ছন্দে কাটাতে পারি এই প্রার্থনা করি।

আমাদের অতি আপনজন বন্ধু-বান্ধব সকলের সাথে এই দিনটি নানা আয়োজনের মধ্যে দিয়ে উদযাপন করি। সকলকে আমরা শুভেচ্ছা জানাই নতুন বছরের। সকল ভুল ভ্রান্তিকে ভুলে গিয়ে নতুনভাবে নতুন বছরকে শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের পদক্ষেপ সাফল্যমন্ডিত করতে পারি এই কামনায় নতুন বছরকে আগমন করি। পৃথিবীব্যাপী শান্তি বর্ষিত হয় এজন্য প্রার্থনা করি। বিশ্বে করনা মহামারী পর যুদ্ধ বিগ্রহ চলার পর সকল দেশে যেন শান্তি বর্ষিত হয় এই প্রার্থনা নতুন বছর নতুন সকল পদক্ষেপ নিয়ে যাত্রা শুরু করি। পৃথিবীর সকল প্রাণী সকলকে নিয়ে যেন সুন্দর স্বাচ্ছন্দে জীবন যাপন করতে পারি এই আশায় আমরা নতুন বছরকে স্বাগতম জানাই। আজকের এই অনুচ্ছেদে হ্যাপি নিউ ইয়ার নিয়ে কিছু কথা শেয়ার করা হয়েছে।

Related Articles

হ্যাপি নিউ ইয়ার নিয়ে কিছু কথা

পুরাতন সকল গ্লানি কে ভুলে গিয়ে নতুন স্বপ্নে বুক বেঁধে আলোকিত হোক নতুন বছর এই প্রত্যয়ে নতুন বছরকে স্বাগতম জানাই। নতুন বছরে সব কিছু নতুন ভাবে সাজিয়ে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানাই। নতুন বছরের এই দিনটি যাতে সকলের চোখে সুন্দর সুন্দর শব্দে সুন্দর সুন্দর পদক্ষেপ নিয়ে নতুন বছরকে স্বাগতম করতে পারে এবং পরবর্তী জীবন যেন সুখে শান্তিতে কাটাতে পারে এই কামনা করি। তাই সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানাই।

প্রত্যেকবারেই নতুন সালকে নিয়ে নানা আয়োজন করা হয়। কিছুদিন আগ থেকে কে কি করবে এ নিয়ে ব্যস্ত হয়ে যায়। নতুন বছরকে আগমন জানানোর জন্য নানা অনুষ্ঠান রীতিনীতি আয়োজন করা হয়। কেউ কেউ গান বাজিয়ে কেউ আবার নৈশো ভোজন করে পরিবারের সকলকে নিয়ে অথবা ফানুস উড়িয়ে আতশবাজি ফাটিয়ে নতুন বছরকে স্বাগতম জানায়। নতুন এই বছরে সকলের জন্য দোয়া প্রার্থনা করা হয়। সকলে যেন নতুন এই বছরে সুখে শান্তিতে জীবন কাটাতে পারে এই প্রার্থনা করা হয়।
নতুন বছরে সকলকে শুভেচ্ছা জানানোর জন্য আমরা ফেসবুক অনলাইন সকল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নানা ধরনের স্ট্যাটাস ও নতুন বছরকে নিয়ে কিছু কথা শেয়ার করি। এই অনুচ্ছেদে নতুন বছরকে নিয়ে কিছু কথা শেয়ার করা হয়েছে।

  • পুরনো রেখে এলো নতুন। জীবন হোক আরও সবুজ। ভালোবাসা আর ভরসা বাড়ুক, জীবন সবার সুখের হউক। – হ্যাপি নিউ ইয়ার এর শুভেচ্ছা।
  • প্রতিটি দিন হোক ভালো কিংবা খারাপ, কেটে যায় ঠিকই, তবে কষ্ট রেখে কি লাভ শুনি? নতুন বছরে নিও ভালোবাসা, পূর্ণ হোক তোমার মনের সকল ভালোবাসা। – হ্যাপি নিউ ইয়ার এর শুভেচ্ছা।
  • যাদের কাছে হ্যাপি নিউ ইয়ার মানে আনন্দ তাদের ধারণা, নতুন বছর পুরনো বছরের থেকী আরও শান্তিপূর্ণ হবে।

বন্ধুবান্ধবদের জন্য নতুন বছরের কিছু কথা

নতুন বছরে সকলের জন্য প্রার্থনা করা হয় সকলের জন্য মঙ্গল হয় সকলের জন্য সুখে শান্তিতে বসবাস করতে পারে পৃথিবীতে এই কামনা করা হয়। প্রিয় বন্ধুদের সাথে নানা উৎসব আয়োজনের মধ্যে দিয়ে নতুন বছরকে স্বাগতম জানানো হয়। তাই পুরনো সকল বছরে বন্ধুদের সাথে কে কি করেছি সব স্মৃতি ভুলে গিয়ে নতুন স্মৃতি নতুন স্বপ্নে নতুন বছরকে আলিঙ্গন করি। বন্ধুদের জন্য তাই নতুন বছরকে নিয়ে কিছু কথা শেয়ার করি। আজকের এই অনুচ্ছেদে বন্ধুদের জন্য নতুন বছরের কিছু কথা শেয়ার করা হয়েছে।

  •  জীবন পরিবর্তন, কিন্তু আপনার জন্য আমার নববর্ষের শুভেচ্ছা একই থাকে – আমি আপনাকে সুখ কামনা করি, সুস্বাস্থ্য, এবং আমার হৃদয়ের নীচ থেকে মঙ্গল!
  • এই আসন্ন বছরটি স্মরণীয় এবং আনন্দদায়ক হোক, এটি আপনার জীবনে মহান কৃতিত্ব এবং পরিপূর্ণতার অনুভূতি আনুক!
  • নতুন বছর আমাদের ঘরে নতুন আশা নিয়ে আসে, নতুন ধারণা, এবং আমাদের জীবনকে আরও ভালো করার নতুন সুযোগ. আপনার জীবনে আপনি যা চান তা অর্জন করার জন্য আপনার শক্তি এবং সংকল্প কামনা করছি. শুভ নব বর্ষ 2023
  • শান্তির জন্য প্রার্থনা করার আবার সময় এসেছে, সুখ, সাফল্য, এবং সবার জন্য মঙ্গল! একটি মজা-পূর্ণ আছে, হাসিতে ভরা নতুন বছর 2023

বাবা-মায়ের জন্য নতুন বছরের কিছু কথা

নতুন বছরে নতুনভাবে সকল অহংকার সকল দম্ভ ভুলে গিয়ে আমরা সকলেই মানুষ একে অপরের পাশে দাঁড়াই। একে অপরের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেই। নতুন বছরে বাবা-মায়ের সাথে সময় কাটাই। আমাদের অতি আপনজন আমাদের বাবা-মা। আজ পৃথিবীতে এই নতুন বছরকে স্বাগতম জানাচ্ছি এই বাবা-মায়ের জন্যই। তাই বাবা মাকে নিয়ে নতুন বছরের সকল প্ল্যান সকল পরিকল্পনা শুভ হোক এই কামনা করি। নতুন বছরে বাবা-মাকে শ্রদ্ধা জানিয়ে বাবা-মায়ের জন্য নতুন বছরের কিছু কথা শেয়ার করা হয়েছে। আজকের এই অনুচ্ছেদে বাবা মায়ের জন্য নতুন বছরের কিছু কথা নিচে উল্লেখ করা হলো।

  • যার মা আছে সে কখনই গরীব নয়। -আব্রাহাম লিংকন
  • মা হল পৃথিবীর একমাত্র ব্যাংক, যেখানে আমরা আমাদের সব দুঃখ কষ্ট জমা রাখি এবং বিনিময়ে নেই বিনাসূদে অকৃত্রিম ভালোবাসা
  • আমার দেখা সবচেয়ে সুন্দরী মহিলা হলেন আমার মা। মায়ের কাছে আমি চিরঋণী। আমার জীবনের সমস্ত অর্জন তারই কাছ থেকে পাওয়া নৈতিকতা, বুদ্ধিমত্তা আর শারিরীক শিক্ষার ফল। -জর্জ ওয়াশিংটন
  • তুমিই আমাকে শিখিয়েছ শক্ত থেকে লড়াই করে যেতে আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকব -বাবা

প্রিয়জনের জন্য হ্যাপি নিউ ইয়ার এর কিছু কথা

প্রিয়জন বলতে মা-বাবা ভাই বোন বা বন্ধু-বান্ধব এবং আপনার জীবন সঙ্গী হতে পারে। আপনার জীবন সঙ্গী আপনার জীবনের বাকি অর্ধেকটা সময় আপনার পাশে থাকবে। আপনার সকল সুখ দুঃখ হাসি কান্নার সবকিছুর ভাগাভাগি করার একমাত্র সঙ্গী আপনার স্ত্রী বা আপনার জীবন সঙ্গিনী। তাই বছরের এই প্রথম দিনে জীবন সঙ্গিনী নিয়ে বেড়াতে যাওয়া নানা অনুষ্ঠানে উপস্থিত থাকা অথবা সঙ্গিনীর সাথে বাড়িতে নানা আয়োজনের মধ্যে দিয়ে উদযাপন করা হয় এই দিনে। আপনার জীবন সঙ্গীর সাথে প্রথম দিন থেকে শুরু করে সম্পূর্ণ বছর সম্পূর্ণ জীবন যাতে সুন্দর সাফল্যমন্ডিত এবং স্বাচ্ছন্দে কাটাতে পারে এই কামনা করি প্রথম দিনেই। তাই আপনার প্রিয়জনের জন্য হ্যাপি নিউ ইয়ারের কিছু কথা শেয়ার করা হয়েছে আজকের এই অনুচ্ছেদে।

  • মুছে দিতে সকল গ্লানি, নতুন বছর আসছে জানি;
    সুখি ছিলে সুখি হও। আর শুভ হোক নতুন বছর,
    হ্যাপি নিউ ইয়ার ২০২৩
  • স্বপ্ন সাজাও রঙের মেলায় , জীবন সাজাও রঙের ভেলায়। ফিরে চলো মাটির টানে, নতুন সবে নতুন গানে। হ্যাপি নিউ ইয়ার ২০২৩
  • লাইফ কে সুন্দর করো। মন কে ফ্রেশ করো। হৃদয়কে কে নরম করো। টাইম কে ইউস করো। লাভ কে মিস কর। বন্ধু কে এসএমএস করো। হ্যাপি নিউ ইয়ারকে ওয়েলকাম কর।
  • সূর্য বিলায় আলো, তোমরা থাকো ভালো। চাঁদ ছড়ায় জ্যোৎস্না। তোমাদের প্রতি শুভ কামনা। Happy New Year ২০২৩

নতুন বছরের স্বাগতম জানিয়ে সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। নতুন এ বছর সকলের সুখের শান্তিতে জীবন অতিবাহিত হোক এই কামনা ব্যক্ত করি। জীবনের সকল হতাশা দুঃখ কষ্ট কে ভুলে গিয়ে নতুন করে নতুন বছরকে আলিঙ্গন করে জীবনকে সাফল্যমন্ডিত করি। সকলেই সকলের জন্য দোয়া প্রার্থনা করি। প্রার্থনা করি পৃথিবীর সকল প্রাণীর প্রার্থনা করি পৃথিবীর সকল জীবনের। আজ থেকে পুরো পৃথিবীতে শান্তি বর্ষিত হোক এই প্রার্থনা করি। এই অনুচ্ছেদে নতুন বছরকে ঘিরে কিছু কথা শেয়ার করা হয়েছে। এ সকল কথা আপনারা শেয়ার করতে পারবেন। ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য রইল শুভকামনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *