১৪ ফেব্রুয়ারি ভালবাসা দিবস sms, মেসেজ, এসএমএস, বার্তা এবং কিছু কথা

১৪ ফেব্রুয়ারীর বিশ্ব ভালোবাসা দিবস। এই দিনটি কোটাল পৃথিবীতে যথাযথ ভাবে উদযাপন করা হয়। পুরো পৃথিবীতে ১৪ই ফেব্রুয়ারিকে বিশ্ব ভালোবাসা দিবস বা valentines day হিসাবে পালন করা হয়ে থাকে। এই দিনে আমরা বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে এসএমএস, দিবসের মেসেজ, ভালোবাসা দিবসের শুভেচ্ছা বার্তা সহ বিস্তারিত তথ্য আপনাদের জন্য তুলে ধরব। তাই আপনারা যারা বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ইত্যাদি অনুসন্ধান করে এই অনুষ্ঠানে এসেছেন তাদেরকে সকলকে স্বাগতম।
বিশ্ব ভালোবাসা দিবস পুরো পৃথিবীতে ১৪ই ফেব্রুয়ারি পালন করা হয়ে থাকে। এই তিনটি একজন আরেকজনকে ভালবেসে উৎসর্গ করে দেয়। পুরো পৃথিবীতে ১৪ই ফেব্রুয়ারি পালন করা হলেও পৃথিবীর অধিকাংশ দেশে ১৪ই ফেব্রুয়ারি সরকারি ছুটির দিন হিসেবে গণ্য করা হয় না। দিনটিকে পালন করার থেকে নিজে উপলব্ধি এবং কাছের মানুষদের জন্য উৎসর্গ করা খুব জরুরী। ১৪ই ফেব্রুয়ারি এই দিনে আপনার কাছের মানুষদের কিছু সুন্দর সুন্দর মেসেজ বা ক্ষতি বার্তা পাঠিয়ে দিনটির শুভেচ্ছা জানাতে পারেন। তাই এই অনুচ্ছেদে আমরা ১৪ই ফেব্রুয়ারি নিয়ে কিছু শুভেচ্ছা বার্তা আপনাদের জন্য শেয়ার করেছি।
ভালোবাসা দিবসের SMS
ভালোবাসা দিবস সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনটিকে শুধুমাত্র প্রেমিক-প্রেমিকারা উদযাপন করেন না। প্রেমিক-প্রেমিকারা উদযাপন করার পাশাপাশি এই তিনটি পুরো পরিবার এবং প্রিয় মানুষদের জন্য উৎসর্গ করা যায়। আপনার সব থেকে কাছের মানুষকে এই তিনটিতে বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়ে কিছু মেসেজ পাঠাতে পারেন। সেজন্য আমরা এই অনুচ্ছেদে সুন্দর সুন্দর মেসেজ আপনাদের জন্য শেয়ার করেছি।
যতই দূরে হারিয়ে যাও , আমি তোমাকে খুঁজে বের করবোই । যতই পর ভাবো আমায় , আমি তোমাকে আপন করে নেবো । যতই ঘৃনা কর আমায় , আমি চিরদিন এভাবে তোমায় ভালবেসে যাবো । যতই পাষাণ হোক তোমার মন , ওই মনে আমার জন্যে ভালবাসার ফুল ফুটাবোই।
তুমি সেই কবিতা ! যা প্রতি দিন ভাবি…. লিখতে পারিনা॥ তুমি সেই ছবি! যা কল্পনা করি…. আঁকতে পারি না॥ তুমি সেই ভালবাসা! যা প্রতিদিন চাই…. কিন্তূ তা কখনো-ই পাই না॥ জীবন কারো জন্য থেমে থাকে না, কিন্তু মনটা মাঝে মাঝে থেমে যায়, প্রিয় মানুষটার জন্যে ….
আমি সেই সুতো হবো , যে তোমায় আলোকিত করে নিজে জ্বলে যাবো . . . আমি সেই নৌকো হবো , যে তোমায় পার করে নিজেই ডুবে যাবো . . . হবো সেই চোখ যে তোমায় দেখেই বুজে যাবো, হবো সেই সুর যে তোমায় মাতিয়ে করুণ হবো, হবো সেই চাঁদ যে হয়ে গেলে আধ , তোমাকে আলো দেবে দিন ফিরে এলেই আবার ফুরিয়ে যাবো , শুধু ভালোবেসো আমায় !!
ভালবাসা স্বপ্নীল আকাশের মত সত্য,, শিশির ভেজা ফুলের মত পবিত্র.. কিন্তু সময়ের কাছে পরাজিত,, বাস্তবতার কাছে অবহেলিত..!!
আমি চাইনা তুমি আমাকে বার বার বলো আমি তোমাকে ভালোবাসি. কিনতু আমি চাচছি তুমি আমার জন্য একটু অপেখা করো, আমি বলছিনা তুমি আমাকে অনেক ভালোবাসবে কিনতু আমি বলছি তুমি আমাকে একটু সুযোগ দিও তোমাকে মন উজার করে ভালোবাসতে.
আমার জীবনে কেউ নেই তুমি ছাড়া, আমার জীবনে কোনো স্বপ্ন নেই তুমি ছাড়া , আমার দুচোখ কিছু খোজেনা তোমায় ছাড়া, আমি কিছু ভাবতে পারিনা তোমায় ছাড়া , আমি কিছু লিখতে পারিনা তোমার নাম ছাড়া, আমি কিছু বুঝতে চাইনা তোমায় ছাড়া !
আমার চাওয়া গুলো ছিলো অনেক ছোট,চাইলেই পারতে দিতে..তোমার ঐ মিষ্টি কথায় ,জীবনটা ও পারতে নিতে!!অনেক বেশী বাসতাম ভালো,সব কথাই করতাম বিশ্বাস ..বিনিময়ে দিলে তুমি এক বুক অবিশ্বাস..!!
যদি বৃ ষ্টি হতাম তোমার দৃষ্টি ছুঁয়ে দিতাম।চোখে জমা বিষাদ টুকু এক নিমিষে ধুয়ে দিতাম।মেঘলা বরণ অঙ্গ জুড়ে তুমি আমায় জড়িয়ে নিতে,কষ্ট আর পারতো না তোমায় অকারণে কষ্ট দিতে স্বপ্ন দিয়ে আঁকি আমি, সুখের সীমানা । হৃদয় দিয়ে খুজি আমি, মনের ঠিকানা । ছায়ার মত থাকবো আমি, শুধু তার পাশে, যদি বলে সে আমায় সত্যি ভালবাসে॥
সারাক্ষন ভাল থেকো, ভালবাসা মনে রেখ । দিনের বেলা হাসি মুখে, রাতের বেলা অনেক সুখে॥ নানা রঙের স্বপ্ন দেখ, স্বপ্নের মাঝে আমায় রেখ॥
“মনে পড়ে তোমাকে যখন থাকি নিরবে” “ভাবি শুধু তোমাকে সবসময় অনুভবে” “স্বপ্নে দেখি তোমাকে চোখের প্রতি পলকে” “আপন ভাবি তোমাকে আমার প্রতি নিশ্বাসে ও বিশ্বাসে॥ তুমি চাঁদ নও তবে চাঁদের আলো। তুমি ফুল নও তবে ফুলের সৌরভ। তুমি নদী নও তবে নদীর ঢেউ। তুমি অচেনা নও তুমি আমার চেনা কেউ॥
মনেতে আকাশ হয়ে রয়েছো ছড়িয়ে,বলনা কোথায় রাখি তোমায় লুকিয়ে।থাকি যে বিভোর হয়ে শয়নে স্বপনে॥যেও না হৃদয় থেকে দূরে হারিয়ে,আমি যে ভালবাসি শুধু-ই তোমাকে॥ এই জীবনে সব পেয়েছি, পাইনি কারো মন জানিনা যে এই জীবনে, কে হবে আপন মনের মত চাই তারে, চাই তার মন হবে কি তুমি, আমার কাছের একজন॥
বিশ্ব ভালোবাসা দিবসের মেসেজ
আপনারা অনেকেই বেশি ভালোবাসা দিবসে মেসেজ লিখে অনলাইনে অনুসন্ধান করে থাকেন। তাই আমরা এই অনুচ্ছেদে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে কিছু মেসেজ আপনাদের জন্য শেয়ার করেছি। অনেকেই বিশ্ব ভালোবাসা দিবস অর্থাৎ 14 ফেব্রুয়ারি দিন নিজের প্রিয়জনকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন রকম মেসেজ পাঠাতে ভালোবাসেন। আপনাদের কথা চিন্তা করে এই অনুচ্ছেদে আমরা সুন্দর সুন্দর কিছু মেসেজ আপনাদের জন্য শেয়ার করলাম। আশা করি এই মেসেজগুলো আপনাদের ভাল লাগবে। আপনাদের যদি এই মেসেজ গুলো ভালো লেগে থাকে তাহলে আমার এই অনুচ্ছেদ হতে সংগ্রহ করে আপনার কাছের মানুষকে পাঠাতে পারেন।
ভালোবাসি তোমায় এবং সর্বদা বাসবো, আজ বললাম ও সারা জীবন বলবো। হ্যাপি ভ্যালেন্টাইন ডে♥
আমি তোমাকে চাই কল্পনাতে নয় বাস্তবে, আমি তোমাকে চাই ছলনাতে নয় ভালোবাসায়, আমি তোমাকে চাই তোমার মত করে নয়, আমার মত করে, আমি তোমাকে চাই খনিকের জন্য নয় চিরদিনের জন্য♥
কেউ যদি অভিমানে তোমার সাথে কথা না বলে, বুঝে নিবে সে তোমায় আড়ালে মিস করে.. আর কেউ যদি না দেখে কাঁদে, বুঝে নিবে সে তোমায় ভীষণ ভালবাসে♥
আমি তোমাকে চাই কল্পনাতে নয় বাস্তবে, আমি তোমাকে চাই ছলনাতে নয় ভালোবাসায়, আমি তোমাকে চাই তোমার মত করে নয়, আমার মত করে, আমি তোমাকে চাই খনিকের জন্য নয় চিরদিনের জন্য। হ্যাপি ভ্যালেন্টাইন ডে♥
ভালোবাসা দিবসের কিছু কথা
ভালোবাসা দিবস ১৪ই ফেব্রুয়ারি কোটা পৃথিবীতে ব্যাপক উৎসাহের মধ্য দিয়ে পালন করা হয়ে থাকে। দিনটি কাছের মানুষকে উৎসর্গ করে দেওয়ার মত দিন। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে কিছু কথা আপনাদের জন্য শেয়ার করছি।
দিনটিতে শুধু প্রেমিক-প্রেমিকারা উদযাপন করে এমন কথাটি ভুল। এই দিনটিকে বাবা মা ভাই বোন আত্মীয়-স্বজনকে ভালোবাসার দিন। দিনটির সকালে আপনি আপনার বাবা মাকে একটি ফুল দিয়ে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানাতে পারেন। আপনি আপনার ভাই বোনকে এই দিনের শুভেচ্ছা জানিয়ে মেসেজ পাঠাতে পারেন। সেরকম মেসেজ আমরা এই ওয়েবসাইটে শেয়ার করেছি আপনি চাইলে সেই সকল পোস্টগুলো দেখে আসতে পারেন। বিশ্ব ভালোবাসা দিবসে সকলের জন্য মঙ্গল কামনা করে আমার এই অনুচ্ছেদটি শেষ করব।
পৃথিবীতে ভালোবাসা টিকে থাকুক এই কামনায় খোদা হাফেজ।