৩০০+ বসন্তের রোমান্টিক স্ট্যাটাস, status, ফেসবুকে স্ট্যাটাস, উক্তি, শুভেচ্ছা ছন্দ

সম্মানিত পাঠক, আজকে এই অনুচ্ছেদে আমরা বসন্ত রোমান্টিক স্ট্যাটাস, বসন্তের ফেসবুক স্ট্যাটাস, বসন্তের উক্তি এবং বসন্তের শুভেচ্ছা সুন্দর আলোচনা করবো। তাই আপনারা যারা বসন্তের রোমান্টিক স্ট্যাটাস শুভেচ্ছা ছন্দ, বসন্তের শুভেচ্ছা বার্তা অনুসন্ধান করে আমার এই অনুচ্ছেদে এসেছেন তাদের সকলকে এই অনুচ্ছেদে স্বাগতম। আপনারা আমার এই আর্টিকেল হতে সমস্ত তথ্য একসাথে সংগ্রহ করতে পারবেন। প্রতিবছর বসন্ত ঋতুকে বরণ করে নেওয়ার জন্য ব্যাপক উৎসব উদ্দীপনা লক্ষ্য করা যায় এদেশের তরুণ তরুণীদের মধ্যে। তারা বসন্ত শুরুর প্রথম দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিভিন্ন স্ট্যাটাস দিয়ে বসন্তকে বরণ করে নেয়। পাশাপাশি অনলাইনে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বসন্ত নিয়ে বেশ কিছু শুভেচ্ছা বার্তা একে অপরকে পাঠায়। তাইতো আমার এই অনুচ্ছেদটি তাদের জন্য যারা বসন্ত কে বরণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে।
বসন্তের একটু শুরু হয় মূলত পহেলা ফাল্গুনের মাধ্যমে। পহেলা ফাল্গুন বলতে ফাল্গুন মাসের প্রথম দিনটিকে বুঝায় এবং এই তিনটি হতে বসন্ত ঋতু শুরু হয়। তাই পাহেলা ফাল্গুনের দিন এদেশে তরুন- তরুণীরা বসন্ত বরণ উৎসবে মেতে ওঠে।বসন্ত উৎসব বাঙালির প্রাণের উৎসব। বর্ষবরণ, নবান্ন উৎসব, পৌষমেলা-এসবের মতো বসন্ত উৎসবও বাঙালি চেতনার অবিচ্ছেদ্য অংশ। যার মাধ্যমে সৃষ্টি হয় পারস্পরিক বিশ্বাস ও সহনশীলতা। দৃঢ়তর হয় মৈত্রীর বন্ধন। শুধু রাজধানীতে নয়, দেশজুড়ে বসন্তের আবাহনে আয়োজন করা হয় নানা অনুষ্ঠান। প্রকৃতি আর মানুষের এই মিলনমেলা গোটা দেশকে মাতিয়ে তোলে আনন্দ হিল্লোলে। ইথারে ইথারে তার রেশ ছড়িয়ে পড়ে বাংলার ঘরে ঘরে।
বসন্তের রোমান্টিক স্ট্যাটাস
বাংলাদেশ ছয় ঋতুর দেশ। বিভিন্ন ঋতুতে এ দেশ বিভিন্ন আকার ধারণ করে। এক এক ঋতুর রূপ বৈচিত্র একেক রকম। কিন্তু বসন্ত ঋতুকে সবথেকে আলাদা মনে করা হয়ে থাকে। এই ঋতুর কথা মনে হলে সকলের মনে একটাই কথা ভেসে উঠে সেটি হল এটি একটি রোমান্টিক ঋতু। তাইতো আজকের এই অনুচ্ছেদে আমরা বসন্ত নিয়ে কিছু রোমান্টিক স্ট্যাটাস আপনাদের জন্য তুলে ধরব।
‘ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান
তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান
আমার আপনহারা প্রাণ আমার বাঁধন ছেঁড়া প্রাণ
তোমার অশোকে কিংশুকে
অলক্ষ্য রঙ লাগল আমার অকারণের সুখে’…
ফুল ফুটুক আর নাই ফুটুক তোমাকে জানাই বসন্তের শুভেচ্ছা
সকালের কোকিলের ডাকে বুঝে গেলাম
এসে গেছে বসন্ত
তাই তোমায় জানালাম পহেলা ফাল্গুনের শুভেচ্ছা
এ বসন্ত তোমার হোক চির মধুর
তোমার বসন্ত ভালো কাটুক এই আশায় তোমাকে জানাই বসন্তের শুভেচ্ছা
টকটকে লাল গোলাপের বসন্তের শুভেচ্ছা জানালাম সবাইকে
বসন্ত মাস ভালোবাসায় ভরপুর
তুমি আর আমি ঘুরবো সারা দুপুর
বসন্তের ফুল গুঁজে দেবো তোমার খোঁপায়
ভালোবাসার এটাই তো সেরা সময়।
হয়তো ফুটেনি ফুল রবীন্দ্র সংগীতে যত আছে
হয়তো গাহেনি পাখি অন্তর উদাস সুরে
হয়তো কুসুম কলি ঘিরে
আকাশে মেলিয়া আখি
তবুও ফুটেছে জবা, দুরন্ত শিমুল গাছে
তার তলে ভালোবেসে বসে আছে বসন্ত পথিক।

গাছে গাছে নতুন পাতা..
ফুল ফুটছে বেস।
সব পাখির মন খারাপ..
শীতের হলো শেষ।
নতুন রুপে,নতুন সাজে..
নিভাবে মনের আগুন।
তাইতো আজ প্রকৃতি জুড়ে।।
বসন্তের ফাগুন।
গাছের পাতা ঝরে
নতুন করে গজিয়েছে পাতা
এইতো এসে গেছে বসন্ত
তাইতো তোমাকে জানাই বসন্তের শুভেচ্ছা
আজ প্রকৃতি সেজেছে বসন্তের সাজে
ফুল ফুটছে পাখি গাইছে।।
আজও বসন্তের সাজে সাজা হল না
ফুলের রঙ ফুলেই রয়ে গেল
আমার বসন্তের কোকিলের সাথে দেখা হল না আজও..
অপেক্ষা শুধুই অপেক্ষা।
কত বসন্ত আসে
কত বসন্ত যায়
কত কোকিল পথ হারিয়ে
কণ্ঠ থেমে যায় অবলীলায়
শুধু আমি কোথাও যেতে পারলাম না
তোমাকে ছেড়ে কোথাও না।
দেখো বসন্তের বাতাস বইছে আজি
এসো বসন্তের রঙে সাজি,
আজ ঘুরে ফিরে চাইছে না যে
আমার এ মনের মাঝি।
আজি বসন্ত জাগ্রত দ্বারে।
তব অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে কোরো না বিড়ম্বিত তারে।
আজি খুলিয়ো হৃদয়দল খুলিয়ো,
আজি ভুলিয়ো আপনপর ভুলিয়ো,
আজি আসিয়াছে বসন্ত, গাছে গাছে ফুটিয়াছে ফুল;
গজিয়াছে নব পল্লব, পাখিরা করিছে কলরোল।
প্রকৃতি সাজিয়াছে অপরূপ সাজে,
জনমনে প্রফুল্লতা সর্ব কাজে।
মাঘের অস্থি কম্পিত শীত পালিয়ে
হলো ঋতু রাজের নব জাগরণ ;
ফাগুনের মিষ্টি রোদ্দুর কিরণে
চিত্তে জাগে আহ্লাদের শিহরণ।
বসন্ত নিয়ে ফেসবুক স্ট্যাটাস
আমরা আপনাদের জন্য এই অনুচ্ছেদে বসন্ত নিয়ে ফেসবুক স্ট্যাটাস সংগ্রহ করেছি। কারণ বসন্ত ঋতুতে বসন্তকে বরণ করার জন্য অনেকেই বিভিন্ন রকম স্ট্যাটাস দিয়ে থাকে। বসন্ত বরণ উৎসব অনুষ্ঠিত হয় পহেলা ফাল্গুন অর্থাৎ ফাল্গুন মাসে প্রথম দিনটিতে। প্রতিবছর ১৪ ফেব্রুয়ারি ব্যাপক উৎসাহ উদ্দিনের মধ্য দিয়ে পহেলা ফাল্গুন উৎসব অনুষ্ঠিত হয়। এটি বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় একটি অসাম্প্রদায়িক উৎসব। এজন্য আজকের এই অনুচ্ছেদে আমরা পহেলা ফাল্গুন নিয়ে কিছু জনপ্রিয় স্ট্যাটাস আপনাদের জন্য শেয়ার করব।
**আগুন ভরা আকাশ..
গরম গরম বাতাস..
ছিরবিরানি গা..
গরম কমে না..
কলসি কলসি জল..
মাথায় দিবি কত বল..
এইতো সবে শুরু..
ভালো থেকো গুরু..
..শুভ গরম কাল।**

**শীত গেলো গরম এল,
পুকুরের পানি ময়লা হল।
গরমের এখনো নুতন রুপ,
নদীতে দিতে হবে ডুপ।
ওরে আমার বন্ধু গন,
তোমাদের গরমের নিমন্ত্রণ।**
**একটি কবিতা..
একটি পলাশ..
একটি কোকিল..
তুমি আর আমি..
সব মিলিয়ে আজ..
—বসন্ত।**
**বসন্তের আগমনে কোকিলের সুর,
গ্রীষ্মের আগমনে রোদেলা দুপুর।
বর্ষার আগমনে সাদা কাশফুল,
এই দুপুরে তোমাকে দেখতে মন হলো বেকুল।**
**হে বসন্ত,
খনিকের মায়ায় যাসনে তুই চলে..
যদিও যাবি,
যাস তুই আমায় একটু বলে।
যাবার সময়,
দিস আমায় তোর রঙের একটু খানি ছোয়া।
দিবি কি আমায়??
আমি এই অল্প খানি চাই,
সারাজীবন থাকবো আমি তোরই অপেক্ষায়।**
**গাছে গাছে নতুন পাতা..
ফুল ফুটছে বেশ।
সব পাখির মন খারাপ..
শিতের হল শেষ।
নতুন রুপে,নতুন সাঁঝে..
নিভাবে মনের আগুন।
তাইতো আজ প্রকৃতি জুড়ে।।
বসন্তের ফাগুন।**
**ফুল ফুটলো রাশি রাশি,
উদাস মনটা বেজাই খুশি।
বসন্তের আগমনে,
ফুল ফুটেছে সব বাগানে।
তাই কোকিল গান করে,মনের টানে।**
**ফুলের রানি,রূপের রানি,
কোথায় তুমি যাও ?
তোমার সাথে সঙ্গী করে..
আমায় নিয়ে যাও।
কি সুন্দর হাসি তোমার..
মায়াবীতে ভরা…
তোমায় পেলে সত্যি আমি..
হব দিশে হারা,
,**প্রকৃতি সেজেছে আজ অপরূপ সাজে,
মনের মাঝে একি সুর বাজে।
শিমুলের বনে আজ লেগেছে আগুন,
আজ কি তবে আবার এসেছে ফাগুন?**
বসন্ত নিয়ে শুভেচ্ছা ছন্দ
বসন্ত সব থেকে জনপ্রিয় একটি ঋতু। এই ঋতু টিকে পছন্দ করে না এমন মানুষ বাংলাদেশ তথা ভারতে খুব কম আছে। বসন্ত ঋত ুর আগমন হলে প্রকৃতি যেন নতুন ভাবে প্রাণ ফিরে পায়। আমরা এই অনুচ্ছেদে বসন্ত নিয়ে কিছু শুভেচ্ছা ছন্দ আপনাদের জন্য শেয়ার করব। যেগুলো আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে স্ট্যাটাস হিসেবে ব্যবহার করতে পারবেন।
আসমান জমিন মিশে গেছে বসন্তেরই পরশে
সবার হৃদয় ছুয়ে গেছে অকাল প্রেমের আবেশে
ভালোবাসার জোয়ার ওঠে বসন্তের কূলে,
সেই জোয়ারে যুব-যুবতীর প্রাণ ওঠে দুলে।
সকাল বেলা ঘুম থেকে উঠে যেই মেলেছি আখি
সামনে যকে দেখেছে সেজন কি তুমি?
বাসন্তি রঙ শাড়ীতে আজ লাগছে অপরূপা
খোলা চুলে জবা ফুলে বেঁধেছো ঐ খোপা।
প্রথম ফাগুন দিনে
একগুচ্ছ গোলাপ দিলেম কিনে।
সেই সে গোলাপ
ফুটেছিল সাহারার প্রান্তরে
একটি একটি করে।
চেনা সুর অচেনা রঙ একেলা পথের মাঝে
হাত বাড়িয়ে দাঁড়িয়ে রই ফাল্গুন এসেছে
তাই তোমায় দিলাম ফাল্গুনের শুভেচ্ছা।
শুভ হোক ফাল্গুন।
হয়তো ফুটেনি ফুল রবীন্দ্র-সঙ্গীতে যতো আছে,
হয়তো গাহেনি পাখি অন্তর উদাস করা সুরে বনের কুসুমগুলি ঘিরে।
আকাশে মেলিয়া আঁখি তবুও ফুটেছে জবা, দূরন্ত শিমুল গাছে গাছে,
তার তলে ভালোবেসে বসে আছে বসন্তপথিক।
সূর্য-ঘড়ি সাত সকালে,
ফাগুন রাঙ্গা শাড়ি পড়ে দিন গোনে আজ কার?
বাসন্তিরা সবুজ টিপে,
লাল সাদা আর হলুদ পাড়ে হাত ধরেছে তার
ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান
তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান।
আমার আপন হারা প্রাণ
আমার বাধন ছেঁড়া প্রাণ।
আজি এ বসন্ত দিনে বাসন্তী রঙ ছুয়েছে মনে
মনে পরে তোমাকে ক্ষণে ক্ষণে চুপি চুপি নিঃশব্দে সঙ্গোপনে
ফাগুনের রঙে রেঙেছো তুমি, না বলা কথা আজ বলবো আমি
হৃদয়ের ডাক শুনবে কি তুমি?